শনিবার, ০১ এপ্রিল ২০২৩
প্রকাশিত: শুক্রবার, মার্চ ১৭, ২০২৩
অভিলাষ মাহমুদ
শে- শেখার কোনো শেষ নাই জানি শিখছি আমি রোজ,
জন্মের আগে যা দেখিনি তারও করি খোঁজ।
খ- খবর চলে তলে তলে কে রাখে তার খবর?
কে চায় ওরে ইতিহাসের করতে রচনা কবর?
মু- মুখে যতো যা বলে যাও পারবে না তারে করতে শেষ
বীরবাঙালি করলো স্বাধীন ঝরিয়ে লৌহ এই না দেশ,
জি- জিততে পারে তারা ওরে যাদের আছে মনো বল
হারিয়ে যায় বুদ্ধিহীনে হোক না যতো ভারী দল।
ব- বল থাকলে হয় জেতা বুদ্ধি শুদ্ধিও থাকতে হয়,
যুদ্ধ জয়ী হতে চায়লে এই কথাও মানতে হয়।
ম- মহাকাল স্বাক্ষী আছে ইতিহাস প্রমাণ তার
দেশের জন্য বীরবাঙালি মরতে পারে বার বার,
হা- হারে না তো প্রেমিক বীর যুদ্ধে সে জয়ী হয়
ভালোবাসা থাকলে মনে কিছুতে তার নাই রে ভয়।
কা- কারা আসে করতে শেষ আমাদের এই বাংলা মা’কে
দেশপ্রেমিকরা তাদের করতে রোধ সদা মানসিক তৈরি থাকে।
লে- লেখা আছে ইতিহাসে একাত্তরের সেই কাহিনী
জীবন দিয়ে করলো প্রমাণ দেশপ্রেমিকের এই বাহিনী।
র- রক্ত ঝরিয়ে জীবন দিয়ে এনেছে একাত্তরে দেশের জয়।
এ প্রজন্ম তাদের উত্তরসুরি তাহলে আর কীসের ভয়?