রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
প্রকাশিত: রবিবার, জানুয়ারী ১৫, ২০২৩
নুর মোহাম্মদ মেহেদী
ওহে ধনী প্রভাবশালী
আমাকে দিবে একটা কম্বল
যা হতে পারে শীতের সম্বল।
দারুণ উগ্র চলছে ওয়েদার
দিবে ভাই একটা সোয়েটার।
দাও যদি ভাই একটা চাদর
পাবে গরিবের সম্মান সমাদর।
শৈত্য প্রবাহ দেশ জুড়ে
চিন্তা হতাশায় মাথা ঘুরে
আয় রোজগার স্বল্প
অসহায় মানুষের গল্প।
এই সুযোগে যদি হতে পারো দাতা
উজ্জীবিত হবে মনুষ্যত্ব মানবতা।
তোমাদের ঘরে পড়ে আছে
অনেকের কিছু শীত বস্ত্র
ভাঁজে ভাঁজে বেশ লাজে
যদি দাও তার দু’একটি
আমরা সাজবো নতুন সাজে।
আর তা হবে তোমাদেরই অহংকার
সাম্য ঐক্যে ভরবে সমাজ বাংলার।