শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

শিশু যৌন নিপীড়নের দায়ে গ্রেফতার অস্ট্রেলিয়ান পেসার

প্রকাশিত: সোমবার, মে ১৭, ২০২১

স্পোর্টস ডেস্ক:

বয়স মাত্র ২৪। সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ। অথচ এমন সম্ভাবনাময় এক পেসার জড়িয়ে গেলেন শিশুকে যৌন নিপীড়নের মতো অপরাধে!

অস্ট্রেলিয়ান পেসার অ্যারন সামার্সকে এমন অভিযোগে গ্রেফতার করে ডারউইনের স্থানীয় আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সর্বশেষ আবুধাবি টি-টেন লিগে ডেকান গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন সামার্স। শুক্রবার বিকেলে তাকে গ্রেফতার করে অস্ট্রেলিয়ান পুলিশ। অসি পেসারের মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই ফোনে শিশু নিপীড়নের বেশ কয়েকটি ভিডিও আছে। এছাড়া কমপক্ষে আরও দশ শিশুকে এমন অপকর্মে রাজি করানোর চেষ্টার প্রমাণ আছে সামার্সের মোবাইল ফোনে।

অল্প সময়েই ক্রিকেট ক্যারিয়ারে বেশ নাম কামিয়েছেন সামার্স। হোবার্ট হ্যারিকেনসের হয়ে বিগব্যাশ লিগ এবং তাসমানিয়ার হয়ে ওয়ানডে কাপে খেলেছেন এই পেসার।

তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে সাউদার্ন পাঞ্জাবের হয়ে চুক্তি করে। অস্ট্রেলিয়ার প্রথম কোনো ক্রিকেটার হিসেবে পাকিস্তানে ঘরোয়া লিগে খেলে ইতিহাস গড়েন সামার্স।

সর্বশেষ