সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

শিকলবাহা তৃণমূল আ.লীগ: সভাপতি মন্নান, সম্পাদক জিয়াউদ্দীন রিপন

প্রকাশিত: মঙ্গলবার, অক্টোবর ১৭, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আ.লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

গত রবিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার ৫১ বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটিতে মো. আবদুল মন্নানকে সভাপতি ও মো: জিয়াউদ্দীন রিপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটি ঘোষণার পর থেকেই নবগঠিত কমিটিতে স্থান পাওয়া নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে আসছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহ‌যোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে কমিটি গঠন উপলক্ষে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছেন।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন রিপন বলেন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির প্রতি। সেই সাথে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, ভূমিমন্ত্রীর একান্ত সহকারি রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম এবং বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয়নেতা দক্ষিণ চট্টগ্রাম কর্ণফুলীর অহংকার যুব সমাজের আইকন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী’র প্রতি।

সম্পাদক রিপন আরও বলেন, আমরা সকলে মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশ মোতাবেক তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী ও সুসংঘটিত করতে কাজ করব।

সর্বশেষ