শনিবার, ০১ এপ্রিল ২০২৩

শান্তির সন্দ্বীপ এখন চোরের স্বর্গদ্বীপে রূপান্তরিত

প্রকাশিত: শনিবার, জানুয়ারী ২৮, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

শান্তির সন্দ্বীপ এখন চোরের স্বর্গদ্বীপে রূপান্তরিত হয়েছে। গত এক মাসে সন্দ্বীপে ৭০টি অধিক দোকানঘর চুরি হয়ছে। প্রতি রাতেই সন্দ্বীপে কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটতেছে।
গতরাতেও সন্দ্বীপের ধোপার হাট,মাইটভাঙ্গা, দীর্ঘাপাড় দোকানঘর চুরি হয়ছে। গত পরশুদিন বানিরহাটে ১৮ টি দোকানঘর চুরি হয়ছে।পুলিশ এখনো পর্যন্ত কোন চোরকে আটক করতে পারে নাই।

এমন পরিস্থিতি বলা যায় সন্দ্বীপে আইনশৃঙ্খলার এতটা অবনতি হয়ছে যেকোন দিন ব্যাংক চুরিরমত ঘটনা ঘটতে পারে।

প্রশাসন চুরি বন্ধে সব বাজারে সিসি টিভি লাগানোর জন্য বাজার কমিটিকে নির্দেশ দিয়েছে কিন্তু ইতিমধ্যে কিছু দোকানে চুরির ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়লেও চোর সনাক্ত করতে পারে নাই পুলিশ। কিছু দোকানের সিসি ক্যামরা ভেঙ্গে দিছে ও ডিবিআর সহ নিয়ে চলে গেছে চোর চক্র। পুলিশ টহল বৃদ্ধি করেছে কিন্তু এতে কোন সমাধান হচ্ছে না প্রায় প্রতি রাতে চুরির ঘটনা ঘটেই চলেছে।

জনপ্রতিনিধিদের চুরি ঠেকানো নিয়ে কোন মাথা ব্যথা নেই বললে চলে।চুরি বন্ধ করতে বিশেষ কোন পদক্ষেপ গ্রহণ করতে এখনো দেখা যায় নাই।

জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া প্রশাসন ও জনপ্রতিনিধিদের দায়িত্ব হলেও তাঁরা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন।

এমন পরিস্থিতিতে ব্যবসায়ী ও যুবসমাজের উচিত চুরি ঠেকাতে নিজনিজ এলাকার স্থানীয় মানুষ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সাথে পরামর্শ করে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা।

সর্বশেষ