সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, অক্টোবর ১৭, ২০২৩
জেলা প্রতিনিধি কক্সবাজার :
যুক্তরাষ্ট্রের উপ সহকারি পররাষ্ট্র মন্ত্রী আফরিন আকতার বলেছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছে, যুক্তরাষ্ট্র মনে করে তিনি তা রক্ষা করবেন। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার বিকেলে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার সাংবাদিকদের একথা বলেন।
এসময় রোহিঙ্গা ইস্যু নিয়ে আফরিন আক্তার বলেন, মিয়ানমারে অনুকূল পরিবেশেই রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসনের পক্ষে যুক্তরাষ্ট্র।
এর আগে সকালে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আফরিন আক্তারের নেতৃত্বে চার সদস্যের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি প্রতিনিধি দল।
পরিদর্শনকালে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত মাঝিদের সাথে মতবিনিময় করে প্রতিনিধি দলটি। এরপর বিকেলে কক্সবাজারে শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনারের সাথে বৈঠক করেন তারা।
সোমবার সকালে তিনদিনের সফরে ঢাকায় পৌঁছান পররাষ্ট্র দফতরের মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার।