বুধবার, ০৬ জুলাই ২০২২
প্রকাশিত: সোমবার, জুন ২০, ২০২২
জেলা প্রতিনিধি কক্সবাজার ::
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বাংলাদেশী শুভেচ্ছা দূত সংগীত শিল্পী তাহসান খান বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্প ও উখিয়া কলেজ পরিদর্শন করেছেন।
সোমবার দুপুরে উখিয়া কলেজ মিলনায়তনে কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে শুরুতে তিনি শিক্ষার্থীদের বক্তব্য শুনেন।
এসময় নিজের জনপ্রিয় একটি গান গেয়ে শোনান এই সংগীত শিল্পী।
এর আগে সকালে তাহসান উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।
সেখানে রোহিঙ্গা চিত্রগ্রাহকদের সাথে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন বয়সী রোহিঙ্গাদের সাথে কথা বলেন তিনি।
তাহসান বলেন, ‘সারা বিশ্বের শরণার্থী ও বাস্তুচ্যুতদের সুরক্ষা নিশ্চিতের অংশ হিসেবে রোহিঙ্গা সংকটেও কাজ করছে ইউএনএইচসিআর। আজ ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে অনুধাবন করেছি, নিজ দেশ ও সংস্কৃতির প্রতি তাঁদের নিজস্ব জাতীয়তাবোধ আছে।’
২০১৯ সাল থেকে শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দিতে ইউএনএইচসিআরের বিভিন্ন কার্যক্রমে যুক্ত আছেন তাহসান। ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা দূত হিসেবে তাকে নিযুক্ত করে সংস্থাটি।
নগর নিউজ / কক্সবাজার / আয়াছুল