শনিবার, ২৫ মার্চ ২০২৩

শতাধিক পথচারীর মাঝে ইফতার তুলে দিলো ছাত্রলীগ নেতা আরমান হোসেন

প্রকাশিত: বৃহস্পতিবার, এপ্রিল ২৯, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি

পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব অসহায় দুস্থ শতাধিক মানুষকে ইফতার সামগ্রি বিতরণ করেছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আরমান হোসাইন।

বৃহস্পতিবার চকবাজার থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দুস্থ এবং গরীব মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিয়ান রাজ, সায়েদ আব্বাসসহ নেতৃবৃন্দ ।

নগরীর মিসকিন শাহ মাজার থেকে ইফতার বিতরণ শুরু হয়ে চট্টগ্রাম মেডিকেল এলাকায় গিয়ে শেষ হয়।

আরমান হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে করোনাকালীন সময়ে দুস্থ মানুষের পাশে দাড়ানো আমাদের কর্তব্য। সে কারণে নিজের জমানো টাকা দিয়ে অসহায়দের মুখে সামান্য ইফতার তুলে দিয়েছি।

আরো পড়ুন