শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

লোহাগাড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রকাশিত: বৃহস্পতিবার, এপ্রিল ৮, ২০২১

লাশ উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার কালুর দোকান এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার আমিরাবাদ থেকে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রব বলেন, ‘ভোরে ঐ মহিলার মৃত্যুদেহ স্থানীয়দের দৃষ্টিগোচর হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করি। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছো। তার বয়স আনুমানিক ৩৫ হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’

সর্বশেষ