বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

লামায় বালুবাহী ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

প্রকাশিত: রবিবার, এপ্রিল ১৮, ২০২১

সড়ক দূর্ঘটনা
ফাইল ছবি

বান্দরবানের লামায় বালুবাহী ট্রাক্টর উল্টে মো. শাহাজান (১৪) নামের এক চালক নিহত হয়েছেন। নিহত শাহাজান চকরিয়ার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ এলাকার মো. মনছুরের ছেলে।

রোববার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ছামাইছড়িতে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসীপাড়া ইউনিয়নের ছামাইছড়িতে বালুবাহী ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই ট্রাক্টরের চাপায় গুরুতর আহত হয় মো. শাহাজাহান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোঘণা করেন।

এদিকে শাহাজানের মৃত্যুর বিষয়টি জানতে পেরে তার সঙ্গে হাসপাতালে আসা সবাই পালিয়ে যায়। লাশ নেয়ার মতো হাসপাতালে কেউ ছিল না।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‌‘চালক নিহতের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সর্বশেষ