বুধবার, ৩১ মে ২০২৩

লামায় জিপের নিচে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: মঙ্গলবার, এপ্রিল ২৭, ২০২১

সড়ক দুর্ঘটনা

বান্দরবানের লামা উপজেলায় যাত্রীবাহী জিপে চাপা পড়ে তানিয়া জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে কুমারী বাজার এলাকার রফিক মিয়ার মেয়ে।

মঙ্গলবার বিকেলে লামা-চকরিয়া সড়কে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী জিপটি চকরিয়া থেকে লামা যাওয়ার পথে কুমারী বাজার এলাকায় পাহাড়ে উঠার সময় একটি শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনার পরপর চালক জিপ নিয়ে পালিয়ে যায়।

জানা যায়, লামা চকরিয়া লাইনের বশির কোম্পানির জীপ গাড়ি ঢাকা ল-৩৭ এই দুর্ঘটনা ঘটায়। গাড়ির ড্রাইভার জয়নাল আবেদীন ঘটনার পরপরই গাড়ি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ন কবির বলেন, ‘শিশুটির লাশ তার পরিবারের লোকজন নিয়ে গেছে।’

সর্বশেষ