বুধবার, ৩১ মে ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, এপ্রিল ২৭, ২০২১
বান্দরবানের লামা উপজেলায় যাত্রীবাহী জিপে চাপা পড়ে তানিয়া জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে কুমারী বাজার এলাকার রফিক মিয়ার মেয়ে।
মঙ্গলবার বিকেলে লামা-চকরিয়া সড়কে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী জিপটি চকরিয়া থেকে লামা যাওয়ার পথে কুমারী বাজার এলাকায় পাহাড়ে উঠার সময় একটি শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনার পরপর চালক জিপ নিয়ে পালিয়ে যায়।
জানা যায়, লামা চকরিয়া লাইনের বশির কোম্পানির জীপ গাড়ি ঢাকা ল-৩৭ এই দুর্ঘটনা ঘটায়। গাড়ির ড্রাইভার জয়নাল আবেদীন ঘটনার পরপরই গাড়ি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ন কবির বলেন, ‘শিশুটির লাশ তার পরিবারের লোকজন নিয়ে গেছে।’