শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

লাঞ্চের আগে টাইগারদের ইনিংস ঘোষণা

প্রকাশিত: শুক্রবার, এপ্রিল ২৩, ২০২১

বৃষ্টি বাধায় দ্বিতীয় দিনের পরিকল্পনা ভেস্তে যায় মুমিনুল হকদের৷ তৃতীয় দিনের লক্ষ্য ছিলো শুরুতেই দ্রুত রান যোগ করে ইনিংস ঘোষণা করা। পাল্লাকেলে স্টেডিয়ামে সে কাজটাই করেছে টাইগাররা৷

৪৭০-৪ দিয়ে দিন শুরু করা বাংলাদোশ শুুরু থেকেই খেলে আক্রমণাত্মক বিশেষ করে লিটন দাসের ব্যাট চলেছে সবচেয়ে দ্রুত৷ ৬৭ বলে আদায় করে নেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম ফিফটি। তারপরই অবশ্য ফিরে যান এই ডানহাতি। বিশওয়া ফার্নান্দোর বলে ক্যাচ ওসেডা ফার্নান্দোর কাছে।

পরে মুশফিক চেষ্টা করলেও অন্য ব্যাটসম্যানরা সহায়তা করতে না পারায় সাত উইকেট হারিয়ে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করেন মুমিনুল হক। মিস্টার ডিপেন্ডেবল অপরাজিত ছিলেন ৬৮ রানে। ক্যারিয়ারে যা তার ২৩ তম অর্ধশতক।

লাঞ্চের আগে ৮ ওভার ব্যাটিং করেছে শ্রীলঙ্কা। কোন উইকেট না হারিয়ে তুলেছে ১১ রান৷

সর্বশেষ