মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

লবণের ট্রাকে দেড় কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

প্রকাশিত: মঙ্গলবার, মে ২৫, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট :

পটিয়ায় লবণ বোঝাই একটি ট্রাক থেকে ৪৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি লাখ ৪৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এসময় ২ জনকে গ্রেপ্তার করা হয়। উখিয়া কক্সবাজার থেকে গাজীপুর বোর্ড বাজার যাচ্ছিল লবণবাহী ট্রাকটি।

সোমবার (২৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস এলাকায় পটিয়া বাস টার্মিনালের সামনে চেকপোষ্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান, পটিয়া সার্কেল এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এসময় পটিয়া থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার ২ জন হলেন- ময়মনসিংহের বাসিন্দা গাড়ির ড্রাইভার মোঃ মাসুম মিয়া (৪০) ও মোঃ আলম হোসেন (৩০)।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান নিউজনাউকে এইসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কক্সবাজার থেকে ইয়াবার বড় একটি চালান যাচ্ছে- এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া বাস টার্মিনালের সামনে চেকপোস্ট বসানো হয়েছিল। রাত আটটার দিকে সেখানে একটি গাজীপুরগামী লবণের ট্রাককে দাঁড়া করালে চালক ও তার হেলপারের আচরণ সন্দেহজনক মনে হয় আমাদের। পরে ট্রাকে তল্লাশি চালালে কেবিনের সিলিং থেকে ৪৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।’

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এএসপি তারিক।

বাংলাদেশ সময় ০১.১৫ পিএম
নগর নিউজ/ইএ/ ২৪ মে ২০২১

সর্বশেষ