শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

লকডিউনে দোকান খোলায় জরিমানা

প্রকাশিত: মঙ্গলবার, এপ্রিল ৬, ২০২১

লকডাউনের দ্বিতীয় দিনে দোকান খোলা রাখায় ২ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ৮ ব্যক্তিকে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নগরীর একে খান মোড়ে এই অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

তিনি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা করা হয়েছে। এছাড়া মাস্ক না পরা, স্বাস্থ্যবিধি না মানায় ৮ ব্যক্তিকে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জনসচেতনতা বৃদ্ধির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০টি মাস্ক বিতরণ করা হয়।

সর্বশেষ