শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

লকডাউনে সরকারি এ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন! শাস্তির সুপারিশ

প্রকাশিত: বৃহস্পতিবার, এপ্রিল ২২, ২০২১

তাফহীমুল ইসলাম, বাঁশখালী:

সরকার ঘোষিত কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী এম্বুলেন্সে সাধারণ যাত্রী পরিবহনের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩ টা ৪৩ মিনিটে নগরীর নিউ মার্কেট এলাকার পাশ্ববর্তী জিপিও’র সামনে থেকে এম্বুলেন্স চালক ডেকে ডেকে গাড়ীতে যাত্রী উঠাচ্ছেন। এসময় এম্বুলেন্স চালক আলমগীরকে যাত্রীদের উদ্দেশ্যে ‘ভাইয়া, উঠেন, উঠেন’ বলতে দেখা যায়। বিষয়টি সাংবাদিক নয়ন চক্রবর্ত্তীর ছবিতে সাংবাদিক সুবল বড়ুয়া ফেসবুকে দিলে সমালোচনার সৃষ্টি হয়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার বলেন, ‘আমরা অভিযোগটা পেয়েছি। ব্যাপারটা আমি চট্টগ্রাম সিভিল সার্জন মহোদয়কে জানিয়েছি। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ প্রসঙ্গে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘বিষয়টি বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তিনি গাড়ী চালকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।’

সর্বশেষ