শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: রবিবার, এপ্রিল ১১, ২০২১
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তপন চক্রবর্ত্তী বলেছেন, বৈশ্বিক মহামারী করেনার প্রাদূর্ভাবে গত বছর লকডাউনের ক্ষতি এখনও পুষিয়ে উঠতে পারে নাই দেশের মাঝারী-ক্ষুদ্র ব্যবসায়ী, বেসরকারি চাকুরীজীবি, শ্রমজীবি, নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির জনগণ। গত বছর নির্বাচনের মৌসুম থাকায় সে সময় কম বেশী ত্রাণ দেওয়া হয়েছিলো। এখন সে সুযোগ নাই, কেউ খবর নিচ্ছে না, খেটে খাওয়া মানুষের। তিনি কঠোর লকডাউন দেয়ার পূর্বে নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষের ঘরে ঘরে পর্যান্ত খাদ্য সামগ্রী পৌছে দিতে প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান।
রোববার (১১ এপ্রিল) বিকাল ৩ টায় চট্টগ্রাম মহানগর জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম খাঁন জুয়েলের রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন।
নগর ছাত্রসমাজ সদস্য সচিব শরীফুল মোল্লা নীরবের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আরাফাতুল আলম কচির সজিব’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দীন ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন নগর তরুণ পার্টির আহবায়ক রেজাউল করিম রেজা, সদস্য সচিব তরিকুল ইসলাম তারেক, নগর জাপা প্রচার সম্পাদক নীল কমল সুশীল, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র সমাজের যুগ্ম আহবায়ক অমিত চক্রবর্ত্তী শান্ত, আবু হাসান, জ্যাকশন সুশীল, তৌহিদ আফ্রিদি, ছাত্রনেতা সাকিব হোসেন, শাহজাহান, আবু বক্কর, সাদমান শাহরিয়ার আমিন, জয় কান্তি বিশ্বাস, উল্লাস নাথ, হাসনাত জোবায়ের শুভ, আফরান আলী শান, মোঃ মইনুদ্দীন, তানভির হাসান, কামাল সিকদার প্রমুখ।
সভা শেষে দেশ জাতির ও মুসলিম উম্মার সুখ শান্তি সমৃদ্ধি কামনায় মুনাজাত পরিচালা করেন হাফেজ কারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।