বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

লকডাউনের আড়ালে নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধ করুন: আবু সুফিয়ান

প্রকাশিত: শনিবার, এপ্রিল ২৪, ২০২১

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার বাদে জোহর চট্টগ্রাম কেন্দ্রীয় জমিয়তুল ফালাহ্ জামে মসজিদে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্ব করেন।

এতে অংশ নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তক আহমদ খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, জামাল হোসেন, হুমায়ুন কবির আনসার, লায়ন হেলাল উদ্দিন, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, ব্যাংকার মোস্তাফিজুর রহমান চৌধুরী, এড. কাশেম চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লোকমান, সদস্য সচিব চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক এড. নাসির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ, জেলা ওলামা দলের আহ্বায়ক মোঃ ফোরকান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী, বিএনপি নেতা চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ হাসান চৌধুরী, সরওয়ার হোসেন, মোঃ ওসমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দিল মোহাম্মদ মঞ্জু, জামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক গাজী ফোরকান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভপতির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, লকডাউনে সারা বাংলাদেশের মানুষ যখন অসহায় দিনাতিপাত করতেছে, ঠিক তেমনি মুহুর্তে পুলিশ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে জনমনে চরম অশান্তি সৃষ্টি করেছে। বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধ করুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন

দোয়া ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল করিম।

সর্বশেষ

সর্বশেষ