বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: সোমবার, মে ১৭, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার:
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রফিক উদ্দিন নামক এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএন পুলিশ।
জানা যায়, লম্বা শিয়া ক্যাম্পের ১/ইষ্ট,ব্লক-এফ/৪ বসবাসরত এক গৃহবধুকে শনিবার রাতে রফিক নামের এক রোহিঙ্গা যুবক জোরপূর্বক ধর্ষন করে। ওই সময় তার স্বামী বাড়িতে ছিলেন না।
এ ঘটনায় ভিকটিমের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ রফিক (২৪) কে আটক করেন। আটক কৃত ব্যক্তি মৃত সোলেমানের পুত্র।
এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন লম্বা শিয়া এপিবিএন পুলিশ ক্যাম্পের ইনচার্জ ।