বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, এপ্রিল ১৩, ২০২১
আসন্ন রমজান উপলক্ষে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা ও স্থানীয়দের মাঝে ১৫ হাজার প্যাকেট খাদ্যদ্রব্য বিতরণ করলো তুরস্কের দাতব্য সংস্থা দিয়ানাত ফাউন্ডেশন। সোমবার (১২ এপ্রিল) প্যাকেটগুলো বিতরণ করা হয়।
দিয়ানাত ফাউন্ডেশনের বাংলাদেশ সমন্বয়কারী ওগুজান অ্যাডিজ জানান, রমজানের জন্য আমরা ১১ হাজার ৮০০ রোহিঙ্গা পরিবারকে খাবারের প্যাকেট দিয়েছি। স্থানীয়দেরও আমরা ভুলে যাইনি। উখিয়ার ৩ হাজার ২০০ স্থানীয় পরিবারের মাঝে আমরা খাবার প্যাকেট বিতরণ করি।
প্রতিটি প্যাকেটে এক পরিবারের জন্য রয়েছে খেজুর, সয়াবিন তেল, ছোলা, দুধের গুঁড়া, চিনি, লবণ, ময়দাসহ আরও নিত্য প্রয়োজনীয় ১৬ প্রকার খাদ্যদ্রব্য। এক প্যাকেটে সাতজনের পরিবারের এক মাস চলবে।
দিয়ানাত ফাউন্ডেশনের ধারণা, এতে করে প্রায় ৮০ হাজার রোহিঙ্গা ও কয়েক হাজার স্থানীয় বাসিন্দা উপকৃত হবেন।
২০১৭ সালে রোহিঙ্গ সংকট প্রকোট হওয়ার পরপরই বাংলাদেশে কাজ শুরু করে দিয়ানাত ফাউন্ডেশন। এর আগেও কয়েক দফা খাদ্যদ্রব্য ও করোনার সময় ৪৫ হাজার সাবান বিতরণ করেছে সংস্থাটি।