সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩
আবু বকর ছিদ্দীক, বান্দরবান ::
রোয়াংছড়ি উপজেলার বেতছড়া ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
মঙ্গলবার সকালে উপজেলার বৈদ্যপাড়ার তারছা, বেতছড়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে একটি কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, এবং ৪৫ কোটি টাকা ব্যয়ে ৫ টি কাজ সহ সর্বমোট ৪৯ কোটি টাকা এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ১৮ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে বেতছড়া এলাকায় সাঙ্গু নদীর উপর পিসি গার্ডার ব্রীজ নির্মাণ, ১ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে বেতছড়া হেডম্যান পাড়া সেচ ড্রেইন নির্মাণ,১ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে বৈদ্য পাড়া সেচ ড্রেইন নির্মাণ,১কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে মেরাই পাড়া সেচ ড্রেইন নির্মাণ, ৩০ লক্ষ টাকা ব্যয়ে বেতছড়া বাজার জামে মসজিদ নির্মাণ সহ সর্বমোট ২১ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে ৫ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এসময় পার্বত্য মন্ত্রী বলেন, এখন প্রত্যন্ত এলাকায় সড়ক ও ব্রিজ নির্মাণের ফলে স্থানীয় জনসাধারণ নিজেদের উৎপাদিত কৃষিজাত পণ্য খুব সহজেই জেলা শহরে বিক্রির জন্য আনতে পারছেন।
ফলে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি সহ বেড়েছে জীবনযাত্রার মান।যার একমাত্র অবদান বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের কারনে। তাই আগামীতেও এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামীলীগের বিকল্প নাই।
উদ্বোধন পরবর্তী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি উক্যচিং মারমা এর সভাপতিত্বে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী।
উদ্বোধন ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা,ভাইস চেয়ারম্যান, মোঃ হারুন-অর-রশীদ, জেলা পরিষদের সদস্য, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, এলজিইডি বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, সহকারী পুলিশ সুপার, আমজাদ হোসেন, বান্দরবান পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ খোরশেদ আলম সহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি, এসময় উপস্থিত ছিলেন