বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, মে ৪, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট
চট্টগ্রাম সিটি করপোরেশনের ময়লা পরিবহনকারী ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী আহত হয়েছে।
মঙ্গলবার (৪ মে) বিকেলে নগরের পাঁচলাইশ থানার রূপনগর কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত মো. সুজন (২৪) নগরের খুলশী থানার জমির সোসাইটির আবুল কালামের ছেলে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।