বুধবার, ০৪ অক্টোবর ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ ১ জন পাচারকারীকে আটক করেছে রামগড় পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ১১ বস্তা চিনিসহ মো: বাবু (২১) নামে এক পাচারকারী আটক করা হয়। আটক বাবু রামগড় পৌরসভার ফেনীরকুল গ্রামের বাসিন্ধা মো: ইউসুফের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের একটি দল ফেনীরকুল বৈদ্য কালা মিয়ার বসতঘর তল্লাশি করে ঘরে এসব ভারতীয় চিনি আটক করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন,পাচারকারী একটি সিন্ডিকেটের সদস্য।তাদের মূল হোতাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ বিষয়ে থানায় মামলা দায়ের করে আসামীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।