বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

রাঙ্গুনিয়ায় দেওয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: সোমবার, এপ্রিল ২৬, ২০২১

রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দ বাড়ি এলাকায় নির্মাণধীন ভবনে দেয়াল চাপায় শুভ গাশি নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার পরিতোষ তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

শুভ গাশি কোদালা চা বাগান এলাকার পুরাত্বশ গাশির ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, কাজ করার সময় ভবনের দেয়ালের বেশকিছু অংশ ভেঙে শুভ গাশির ওপর পড়ে।

এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যান।

সেখান থেকে চমেক হাসপাতাল নিয়ে আসলে বিকেল ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন

সর্বশেষ

সর্বশেষ