বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

রাঙ্গুনিয়ায় র‍্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: বুধবার, মে ১১, ২০২২

গ্রেফতার
গ্রেফতার

রাঙ্গুনিয়া প্রতিনিধি::

রাঙ্গুনিয়া উপজেলায় ওয়ারেন্টভূক্ত হত্যা মামলার আসামি মোহাম্মদ আমিন (৪৫) ও ওয়ারেন্টভূক্ত অপর আসামী আলতাফ হোসেন (৪২) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার মরিয়ম নগর চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে এই দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতরা রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ৩ নং ওয়ার্ডের আমিরিয়া পাড়া এলাকার মৃত আবদুর সবুরের ছেলে মোহাম্মদ আমিন (৪৫) ও একই এলাকার মৃত আবদুল রাজ্জাকের ছেলে আলতাফ হোসেন ওরফে সুন্দর আলতাফ (৪২)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) কতৃক আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকী জানান, দুই আসামি কে গতকাল রাতে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) এর একটি টিম। গ্রেফতারকৃত আসামিদের আজ (বুধবার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সর্বশেষ