বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, মে ২৫, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, রাঙামাটি:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩১ নং খেদারমারা ইউনিয়নের অন্যতম দুরছড়ি বাজারে আগুনে পুড়েছে ১০টি দোকান।
সোমাবার(২৪মে) রাতে অজ্ঞাত কারণে লাগা এই আগুনে পুড়েছে এই ১০টি দোকান।
প্রত্যেকদর্শীদের সূত্রে জানা যায়, দুরছড়ি বাজারে রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুনের উৎস সেটা কেউ বুঝে ওঠার আগেই নিমিষে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এতে মুদি দোকান, কাপড়ের দোকান, কর্মকার দোকান, ঔষধের দোকান, সার- কীটনাষক দোকান, চাউলের দোকান, ধানের গোডাউন, ফুলঝাড়ুর গোডাউন পুড়ে যায়।
কিছু কিছু দোকান সমুহের কিছু মালামাল বাঁচাতে পারলেও অনেকে তাও পারেনি বলে জানান স্থানীয়রা।
স্থানীয়দের ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের সহায়তায় প্রায় একঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে। উপজেলায় কোন ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় এতে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের অভিজ্ঞকর্মীরা অংশনিতে না পাড়ায় প্রায়শ আগুনে পড়ে নিঃশ্ব হন উপজেলাটির বিভিন্ন অধিবাসী।
দুরছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মদন মল্লিক জানান, সোমবার রাতে অজ্ঞাত আগুনে বাজারের ১০টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস না থাকায় এই দুর্ঘটনা আরও বড় হয়েছে, তাই বাঘাইছড়ি বাসির জোরালো দাবী দ্রুত ফায়ার সার্ভিস স্থাপন করা হউক।
এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান সঠিক পরিমাণ জানা না গেলেও ধারনা করা হচ্ছে ৪০-৪৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময় ০৫.৩৩ পিএম
নগর নিউজ/এসএইচ/ইএ/ ২৫ মে ২০২১