বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, জানুয়ারী ১০, ২০২৩
নগর প্রতিবেদক :
রাঙামাটিতে ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের সময় তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়।
আহতদের মধ্যে এক নারী পুলিশ সদস্যও রয়েছেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে রাঙামাটির বেতবুনিয়া ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মিনু আরা, অভি বড়ুয়া ও সুমন কান্তি দে। তাঁরা তিন জনই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অধীনে যথাক্রমে আকবর শাহ ও বাকলিয়া থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান। তিনি বলেন, রাঙ্গামাটির বেতবুনিয়া ট্রেনিং সেন্টারে আহত সিএমপির তিন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. আমজাদ হোসাইন বলেন, আহত অবস্থায় তিন পুলিশকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনজনই গুলিবিদ্ধ। তাদের অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছে।