বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: রবিবার, মে ১৬, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, রাঙামাটি:
সরকারি নির্দেশনা অমান্য করে হোটেলে পর্যটক রাখায় হোটেল প্রিন্সকে ও ১৮ পর্যটকে অর্থদন্ড দেয়া হয়েছে।
রবিবার শহরের বিভিন্ন হোটেল ও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রাঙামাটি জেলা প্রশাসনের দুইটি মোবাইল কোর্ট।
এতে সরকারি নির্দেশনা অমান্য করায় হোটেল প্রিন্স’কে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮তে ২ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয় এবং হোটেলে অবস্থানরত ১৮জন পর্যটকেও ২৮শত টাকা অর্থদন্ড করা হয়।
হোটেল সৈকতে রেজিস্ট্রারে হোটেলে অবস্থানকারীর তথ্যাদি এন্ট্রি না করায় ১হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং ভবিষ্যতে যথাযথ আইন মানতে সর্তক করা হয়।
এছাড়াও তবলছড়ি বাজারে ২টি হোটেলে ২জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আর অন্যান্য আইনে এইদিন শহরের বিভিন্ন স্থানে আরো ২৪শত টাকা জরিমানা করা হয়।
হোটেলগুলোতে জরিমানা আদায়কারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান জানান, সরকারি নির্দেশনা অমান্য করে পর্যটক রাখায় হোটেল প্রিন্সকে আমরা অর্থদন্ড দিয়েছি, পাশাপাশি হোটেল সৈকততে অবস্থানকারীদের তথ্য এন্ট্রি না করায় তাদেরও অর্থদন্ড দেয়া হয়েছে। হোটেলগুলোতে অবশ্যই অবস্থানকারীদের এনআইডি কার্ডের কপি নিতে হবে, তথ্য এন্ট্রি করতে হবে এবং সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
শহরে অন্য একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শানজিদা মুস্তারী।