শনিবার, ২৮ মে ২০২২
প্রকাশিত: রবিবার, মে ১, ২০২২
স্টাফ করেসপন্ডেন্ট::
রাঙামাটির কাপ্তাইয়ে হরিণছড়া থেকে বিমল চাকমা (২২) নামে জেএসএস (মূল) সন্ত্রাসীকে আটক করেছে ৭ আর,ই ব্যাটালিয়ন।
এসময় তার কাছ থেকে ১টি এসএমজি, ১টি ম্যাগজিন, ১টি দেশীয় বন্দুক, ১৫ রাউন্ড গুলি,১টি রামদা, ১টি স্মার্টফোন, ২টি বাটনফোন, ১টি ব্যাগ ও নগদ ৭৫৭টাকা উদ্ধার করা হয়।
রবিবার ভোর সাড়ে ৫টায় ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের হরিণছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ৭ আর,ই ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস হাসান পিএসসি।
তিনি জানান, আটক যুবক জেএসএস (মূল) দলের সন্ত্রাসী। উদ্ধার অস্ত্র এমোনিশন এবং অন্যান্য সরঞ্জামাদি কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়েছে। এ অভিযান পার্বত্যঞ্চলে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান। পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।