রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, মে ২৭, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, রাঙামাটি:
রাঙামাটিতে বিভিন্ন সময়ে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চেক বিতরণ করা হয়। একই সময় পার্বত্য মন্ত্রণালয়ে থেকে প্রাপ্ত রাঙামাটি জেলার বিভিন্ন প্রতিষ্ঠান এবং অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যয় বাবদ সর্বমোট ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদ সদস্য প্রিয় নন্দ চাকমা, পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, পরিষদ সদস্য ঝর্না খীসা, পরিষদ সদস্য ইলিপন চাকমা ও জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।
জুরাছড়ি উপজেলার ৮ পরিবার এবং রাঙামাটি সদরের ১টি পরিবারকে আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়ায় প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
বাংলাদেশ সময় ০৬. ০৫ পিএম,
নগর নিউজ/এসএইচ/ ইএ/ ২৭ মে ২০২১