শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

রফিকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী

প্রকাশিত: শুক্রবার, মে ৭, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট:

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী পদে রদবদল আনা হয়েছে। এতে লেফটেনেন্ট কর্নেল সোহেল আহমেদ’র স্থলাভিষিক্ত করা হয়েছে রফিকুল ইসলামকে।

বৃহস্পতিবার (৬ মে) বিকেলে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক এ বদলি আদেশ জারি করেন।

কাজী মুহাম্মদ মোজাম্মেল হক জানান, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এ বদলি আদেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করবেন রফিকুল ইসলাম।

দীর্ঘদিন ধরে চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করে আসছেন রফিকুল ইসলাম বলেন, মেয়র মহোদয়ের পরামর্শ নিয়ে চট্টগ্রাম সিটির জন্য কাজ করে যাবো। নগরের চিহ্নিত সমস্যাগুলোর সমাধানের চেষ্টা অব্যহত থাকবে। নগরী নিয়ে মেয়র মহোদয়ের যে সমস্ত পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।

সর্বশেষ