শনিবার, ০১ এপ্রিল ২০২৩
প্রকাশিত: বুধবার, ফেব্রুয়ারী ২২, ২০২৩
নগর প্রতিবেদক::
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে স্থান পেয়েছেন চট্টগ্রামের নেতারাও।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটিতে সহসভাপতি পদে নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি হয়েছেন।
সদস্য করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান শপথ ও চবি ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ।
এছাড়াও ঢাকার রাজনীতি করেন বাড়ি চট্টগ্রামে। এমন তিনজন নেতা পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় পদ। তারা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সাতকানিয়ার মাহফুজুর রহমান মাহফুজ, সহসাধারণ সম্পাদক পদ মর্যাদায় সদস্য হয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ফেরদৌস আহমেদ মুন্না, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আসাদুল আলম টিটু সহশিল্প বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন মামুন হাসান। আর সহ-সভাপতি পদে ১৫ জন রয়েছেন।
একই সঙ্গে কমিটিতে ১০টি বিভাগে একজন করে সহ-সভাপতি রাখা হয়েছে।
গত বছরের ২৭ মে যুবদলের আট সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।