শনিবার, ০১ এপ্রিল ২০২৩
প্রকাশিত: রবিবার, মার্চ ৫, ২০২৩
নাজমুল হুসাইন, ইবি:
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার স্মৃতি স্মরণে নির্মিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল পরিষ্কার করলো শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (০৫ মার্চ) বিকেলে শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের উদ্যোগে এটি পরিষ্কার করা হয়।
জানা যায়, ‘ক্লিন ক্যাম্পাস,সেভ ক্যাম্পাস’ কর্মসূচির অংশ হিসেবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেছে শাখা ছাত্রলীগ। তারই অংশ হিসেবে এটি পরিষ্কার করা হয়। এর আগে এই কর্মসূচীর আওতায় বিশ্ববিদ্যালয়ের মাঠ, বই মেলা প্রাঙ্গণ এবং স্মৃতিসৌধ পরিষ্কার করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের কর্মী শাহীন আলম বলেন, বেশ কয়েকদিন ধরে ময়লা-আবর্জনা আর ধূলাবালীতে ম্যুরাল প্রাঙ্গণ অপরিচ্ছন্ন হয়ে গিয়েছিলো। যেহেতু সামনে ঐতিহাসিক ৭ই মার্চ, এজন্য এই জাতির পিতার স্মৃতি স্মরণে নির্মিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল পরিষ্কার করে আমরা উচ্ছ্বসিত।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘ক্লিন ক্যাম্পাস,সেভ ক্যাম্পাস’ কর্মসূচির অংশ হিসাবে আমরা আজ পিতা মুজিবের মুর্যালের পাদদেশ সহ তার চারপাশ পরিস্কার করেছি। ছাত্রলীগ সব সময় সৃজনশীল এবং শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে কাজ করে থাকে৷ আগামীতে আমাদের এই কার্য্যক্রম অব্যাহত থাকবে এবং পুরো ক্যাম্পাসকে ক্লিন ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবো।
প্রসঙ্গত, মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালটির উদ্বোধন হয় ২০১৮ সালের ৭ জানুয়ারি। রাষ্ট্রপতি আবদুল হামিদ ম্যুরালটির উদ্বোধন করেন। স্থাপনাটি সিঁড়িসহ ৫০ ফুট দৈর্ঘ্য, ৩৮ ফুট প্রস্থ এবং উচ্চতায় ৫ ফুট। বেদির ওপর নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির দৈর্ঘ্য ২৬ ফুট এবং প্রস্থ ১৭ ফুট। মূল প্রতিকৃতিটি রড, সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। বেদিতে উঠতে এর তিনটি সিঁড়ি রয়েছে এবং স্থাপনার তিন দিকে চলাফেরার জন্য অতিরিক্ত ১৫ ফুট করে চওড়া জায়গা রয়েছে। প্রতিকৃতির ডানপাশে ৪ ফুট চওড়া ও ২০ ফুট উচ্চতার একটি দেয়াল রয়েছে। দেয়াল চিত্রটি খোদাই করা পাথর ও টাইলস দিয়ে তৈরি করা হয়েছে।