শনিবার, ২৫ মার্চ ২০২৩
প্রকাশিত: বুধবার, এপ্রিল ২৮, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট
হেফাজতে ইসলামের নেতা মুফতি হারুন ইজহারকে নগরীর লালখান বাজার মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে তার ব্যক্তিগত সহকারী মো. ওসমান।
বুধবার রাত সাড়ে এগারোটার দিকে গণমাধ্যমের কাছে এ তথ্য জানান।
তার দাবি, র্যাব কয়েকটি গাড়ি মাদ্রাসায় এসে অভিযান চালিয়ে হারুন ইজহারকে গ্রেফতার করেছে।
তবে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি র্যাব-৭ থেকে।
মুফতি হারুন ইজহার বিলুপ্ত হেফাজতে ইসলামের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি তার পিতা মুফতি ইজহারুল ইসলামের নেতৃত্বধীন নেজামে ইসলাম বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান।
হারুন ইজহার হেফাজতে ইসলামের উগ্রবাদী নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতা থাকারও অভিযোগ ছিল এক সময়।