মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
প্রকাশিত: সোমবার, মে ১৭, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট:
স্ত্রী মিতু হত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক পুলিশ সুপার বাবুলকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। তিনঘণ্টারও বেশি সময় আদালতে ছিলেন বাবুল আক্তার। ৫ দিনের রিমান্ড শেষে আদালতেও জবানবন্দি দিতে রাজি না হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১৭ মে) দুপুরে আড়াইটার দিকে মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে বাবুলকে তোলা হয়। তাকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেয়া হয় ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণে। তবে তিনি জবানবন্দি দেবেন না বলে জানান। নতুন করে তার কোন রিমান্ড মঞ্জুরও হয় নাই।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাব উদ্দিন এই তথ্য জানান।
মিতুর বাবা সাবেক ওসি মোশাররফ হোসেনের করার মামলায় প্রধান আসামী ছিলেন বাবুল আক্তার। গত ১২ মে মামলার পরপরই বাবুলকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রামের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।