শনিবার, ০১ এপ্রিল ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, ফেব্রুয়ারী ৭, ২০২৩
মীরসরাই প্রতিনিধি::
মীরসরাই সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটার সময় ১জনকে আটক করা হয়েছে। মীরসরাই রেঞ্জ আওতাধীন হিংগুলী বন বিটের রামগড়-সীতাকুন্ড রিজার্ভ ফরেষ্ট এলাকার ২০০৩-২০০৪ এবং ২০০৪-২০০৫ অর্থবছরে সৃজিত সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কাটার অভিযোগ আবুল হোসেন (৪৫) নামে একজনকে আটক করেছে মীরসরাই রেঞ্জ কর্মকর্তারা।
এসময় তার কাছ থেকে ৬.৭২ ঘনফুট সেগুন, গামার ও আকাশমনি গোলকাঠ জব্দ করা হয় এবং করাত ও কুড়াল জব্দ করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মীরসরাই রেঞ্জ পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক আবুল হোসেন উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক মীরসরাই রেঞ্জ শাহানশাহ নওশাদ এর নেতৃত্বে হিংগুলী বিট কর্মকর্তা মাসুদ সরকার ও সঙ্গীয় স্টাফসহ মীরসরাই রেঞ্জাধীন হিংগুলী বন বিটের রামগড়-সীতাকুন্ড রিজার্ভ ফরেষ্ট এলাকার ২০০৩-২০০৪ এবং ২০০৪-২০০৫ অর্থবছরে সৃজিত বাগানে পৌঁছালে গাছ কাটার শব্দ শোনা যায়।
পরবর্তীতে ঘটনাস্থল হইতে আসামীদের ফেলে যাওয়া ৬.৭২ ঘনফুট সেগুন,গামার ও আকাশমনি গোলকাঠ জব্দ করা হয় এবং ১ টি করে ছেঁ করাত ও কুড়াল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল হিংগুলী বিট অফিস হেফাজতে রাখা হয়। ধৃত আসামী যথা সময়ে কোর্ট এ সোপর্দ করাসহ পি,ও,আর বন মামলা দায়ের করা হয় ।।
মীরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ বলেন, মীরসরাই রেঞ্জ আওতাধীন রিজার্ভ ফরেষ্ট এ সকলকে সংরক্ষিত বন ও সৃজিত বন বাগানে বেশি বেশি টহল জোরদার করা হয়েছে। আজ মঙ্গলবার আবুল হোসেনকে আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানিয়েছেন।