মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

মীরসরাইয়ে ট্রাকের পেছনে পিকাপের ধাক্কা নিহত-২

প্রকাশিত: রবিবার, মে ২৩, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট, মীরসরাই:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা এলাকায় সড়ক দুর্ঘটনায় পিকাপের চালক ও হেলপার নিহত হয়েছে।

রোববার (২৩ মে) ভোর সাড়ে ৫টার নাগাদ দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে চলন্ত পিকাপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেছে।

নিহতরা হলো কক্সবাজার জেলার পেকুয়া এলাকার গাড়ির চালক মো. তৌহিদ (৩০) ও হেলপার রুবেল (২৫)।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, বারইয়ারহাট পৌরসভা এলাকার জোরারগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। ভোর ৬টার নাগাদ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। নিহতরা দুর্ঘটনা কবলিত পিকাপের চালক ও হেলপার। ঘটনাস্থল থেকে নিহতের লাশ দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।

সর্বশেষ