বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

মীরসরাইয়ে কৃষকের মধ্যে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

প্রকাশিত: সোমবার, নভেম্বর ২০, ২০২৩

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মীরসরাই উপজেলায় কৃষকের মধ্যে সরকারি ২০জন কৃষকে ৭০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় কৃষকদের হাতে এসব যন্ত্রপাতি তুলে দেন।

কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষিবান্ধব সরকার কৃষি উৎপাদন বাড়াতে শ্রমিক নির্ভরতা কমাতে কৃষিকে যান্ত্রিকীকরণের উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, উপজেলা ২০জন কৃষকে ৭০% ভর্তুকি মূল্যে রিপার বিতরণ করা হয়েছে। কৃষকদের এসব যন্ত্রপাতি চালানোর ব্যাপারে প্রশিক্ষণ ও পারামর্শ দেওয়া হচ্ছে। এইটি বর্তমান মূল্য ২লক্ষ ২০ হাজার টাকা হলেও ভর্তুকি মূল্যে ১লক্ষ ৫৪ হাজার টাকায় অর্থাৎ কৃষক ৬৬ হাজার টাকা দিয়ে এটি এটি পাচ্ছেন।
কৃষকেরা এসব যন্ত্রপাতি ব্যবহার করে শ্রমিক খরচ সাশ্রয়ের মাধ্যমে অধিক ফসল উৎপাদন করবে। কৃষিকে যান্ত্রিকীকরণ করে শ্রমিক নির্ভরতা কমিয়ে তারা লাভবান হবেন।

সর্বশেষ