সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

মা তুমি মমতাময়ী’উৎস্বর্গ: সদ্য প্রয়াত ফরিদা আর আহমেদ

প্রকাশিত: বুধবার, অক্টোবর ৪, ২০২৩

কবি তৌহিদা আজিম….

তোমাকে নিয়ে কবিতা লিখবো সেই শক্তি আজ আর আমার নেই।
কেননা এভারকেয়ার হাসপাতালে যেদিন তোমার ঠাঁই হলো,সেদিনই হারিয়ে ফেলি খেঁই
তুমি ছিলে জীবন্ত কীংবদন্তী জগৎমাতা তোমার তুলনা কেবলই তুমি
অথচ তোমার উষ্ণতায় পুষ্পারণ্য ছেয়ে গিয়েছিলো মমতার মৃত্তিকাভূমি
মাগো বলে যে এতিম শিশুটি পূনর্বার জেনেছিলো
তার জন্ম হলো পূনর্বার
সেও আজ মা হারা যার সব যায় তার কীইবা থাকে হারাবার?
যেই মাটিতে মিশে আছো পবিত্র এই মাটি পীর আওলিয়া যতো বংশধর
ওই মাটিতেই জন্মদাতা পিতা গর্ভধারিণী সহাস্য
গড়েছে আপনঘর
মা তুমি মমতাময়ী তোমার পরম যাত্রা অক্ষিগোলক ভেঙ্গে চৌচির নদীচর
খাঁ খাঁ শূন্যতায় বিরান পথিক কাঁদে অসহায় অবলা আপমর

সর্বশেষ