শনিবার, ০১ এপ্রিল ২০২৩
প্রকাশিত: শুক্রবার, এপ্রিল ১৬, ২০২১
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সাবেক তিন বারের কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম জাফরুল ইসলাম মাষ্টারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ।
২০১৯ সালের ১৭ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
জাফর কমিশনার চট্টগ্রাম মহানগর বিএনপির উপদেষ্টা হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
পশ্চিম বাকলিয়ার আপামর জনসাধারণের আপন জন জাফর কমিশনার ছিলেন খেটে খাওয়া মানুষের প্রিয়জন। দলমত নির্বিশেষে সকলের কাছে তাঁর গ্রহনযোগ্যতা ছিল ঈর্ষনীয়।
তারই জনপ্রিয়তায় তাঁর মৃত্যুর পর উপ নির্বাচনে তারই পুত্র একেএম আরিফুল ইসলাম ডিউক কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে।