বুধবার, ৩১ মে ২০২৩

মায়ের হাত ভেঙে দিলো পাষান্ড ছেলেরা!

প্রকাশিত: বুধবার, মে ২৬, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট, চকরিয়া:

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় একটি তুচ্ছ ঘটনার জের পাষণ্ড ছেলেরে ভেঙে দিয়েছেন বৃদ্ধা মায়ের হাত। এ ঘটনায় সন্তানদের বিচার চেয়ে আহত মা হাছিনা আক্তার (৬৭) বাদি হয়ে চকরিয়া থানায় অভিযোগ দিয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৫ মে) রাত ৭ টার দিকে চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের উত্তর লক্ষ্যারচর গ্রামে এ হৃদয়বিদারক ঘটে। বৃদ্ধা হাছিনা আক্তার ওই গ্রামের মৃত বদরুদ্দোজার স্ত্রী।

এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন হাছিনা আক্তারকে বাড়ী থেকে উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করান।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তাদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত আছে।

বৃদ্ধা হাছিনা আক্তার কর্তৃক থানায় দায়েরকৃত লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, স্বামী মারা যাওয়ার পর নিজ বাড়ীতে বসবাস করে আসছিলেন হাছিনা আক্তার। ছেলে–মেয়ে কেউ তার দেখাশোনা করেন না। ছেলে নাজেম উদ্দিন মাঝেমধ্যে দেখাশোনা করলেও নানাসময় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির গাছ থেকে আম পেড়ে খাওয়া নিয়ে বড় ছেলে শাহাবউদ্দিনের সঙ্গে মায়ের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে মা হাছিনা আক্তার প্রতিবাদ করলে ছোট ছেলে নেজাম উদ্দিন, বাবুল ও মেয়ে ইয়াছমিন আক্তার মিলে লোহার রড দিয়ে আঘাত করলে বৃৃৃৃদ্ধার হাত ভেঙে যায়।

বাংলাদেশ সময় ০৭. ১২ পিএম,
নগর নিউজ/জিইউ/ ইএ/ ২৬ মে ২০২১

সর্বশেষ