শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

মামুনুলকে নিয়ে কি বললেন তসলিমা নাসরিন

প্রকাশিত: শুক্রবার, এপ্রিল ৯, ২০২১

বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী কাম জঙ্গি সর্দার মামুনুল হক রাত ১০টার পর তাঁর বাড়ির কাছাকাছিই থাকা কচি বোরখাওয়ালীদের সঙ্গে ফোনে যৌন রসাত্মক গপ্প করতে বসেন। কিন্তু শুকনো প্রেমে মন ভরাবার পাত্রই তিনি নন। রাত বিরেতেও বোরখাওয়ালীদের বাড়ি ঘুরে আসেন।

তসলিমা নাসরিনের ফেইসবুকে দেওয়া পোস্ট

কখনও কারো সঙ্গে রাত কাটান, কখনও কারও কাছে গিয়ে ঘণ্টা দু’ঘণ্টা কাটিয়ে যা খেতে চান তা খেয়ে ফিরে আসেন। এই প্রেম এবং সেক্সে ডুবে থাকলেই ভালো করতেন তিনি, কেন যে খামোকা জঙ্গি সর্দার হতে গেলেন।

তাঁর প্রেম সেক্সের ফোনালাপ শোনার পর তাঁকে আমার কিছুটা মানুষ বলে মনে হয়েছে। তা না হলে আগে তো তাঁকে ভয়ংকর দানব ছাড়া আর কিছু মনে হতো না।

সর্বশেষ