মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

মাদক মামলা সাতকানিয়ার বিএনপির নেতা গ্রেফতার

প্রকাশিত: মঙ্গলবার, মে ১৮, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট, সাতকানিয়া:

সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দূন জাহেদ (৪০) কে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ।

সোমবার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জাহেদ উপজেলার দক্ষিন ঢেমশার ৯ নম্বর ওয়ার্ডের জানে আলমের ছেলে। সে স্থানীয়ভাবে বিএনপির রাজনীতিতে জড়িত। তার ভাই মাঈনুদ্দীন শহীদ চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, রাজধানীর পল্টন থানার একটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।

২০১৯ সালে ঢাকায় ইয়াবাসহ একবার গ্রেফতার হয়েছিল মাঈনুদ্দীন জাহেদ। তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায়ও একটি মাদকের মামলা রয়েছে।

তাকে গ্রেফতার করার বিষয়ে সাতকানিয়া থানার এএসআই মোবারক বলেন, মাদক মামলা মূলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ