বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, মে ৩০, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :
জয়পুরহাটে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে অষ্টম শ্রেণীর এক ছাত্রকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের গুলশান মোড় এলাকায় এনএ মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের রান্নাঘরে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান (১৫) সদর উপজেলা সদর উপজেলার ভাদশা দেওর গ্রামের লুদু মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, আব্দুর রহমান একটি হাফিজি মাদ্রাসাতে পড়াশোনা করতো। সাত পারা কোরআন পড়ার পর বাড়িতে পালিয়ে আসে রহমান। তারপরে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতো এবং এসময়ে মাদকাসক্ত হয়ে পড়ে রহমান। এরপর পরিবারের সদস্যরা তাকে জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকায় এনএ মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে রান্নার কাজে সহযোগিতা করার শর্তে তাকে স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করানো হয়।
পুলিশ জানায়, রহমানকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রাখে পরিবার। বাবুর্চির রান্নার কাজে সহযোগিতা করতো আব্দুর রহমান। মঙ্গলবার সকালে পুনর্বাসন কেন্দ্রের রান্নাঘরে লোকজন বটি দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করা অবস্থায় তাকে মাটিতে পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনার পর থেকে অপর বাবুর্চি আবু জাফর পলাতক আছে। তাকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।