শনিবার, ০১ এপ্রিল ২০২৩
প্রকাশিত: শনিবার, মার্চ ১৮, ২০২৩
নগর ডেস্ক ::
চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেছেন, বর্তমানে ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। ক্রিকেটে ইতিমধ্যে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
তিনি বলেন শিক্ষার্থীদের সর্বপ্রথম লেখাপড়ায় মনোযোগী হয়ে সহ শিক্ষা কার্যক্রম হিসেবে ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও উত্তীর্ণ হতে হবে।
তিনি বলেন তরুণ ও যুব সমাজকে সকল কুসংস্কার, মাদকমুক্ত করতে খেলাধুলার কোন বিকল্প নেই।
ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কে. কে গ্রুপের উদ্যোগে ক্লেমন ফতেয়াবাদ টি টেন ক্রিকেট টুর্ণামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরো সার্জারী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ কামার উদ্দীনের সভাপতিত্বে উদ্ধোধক ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান উত্তর জেলা যুবলীগের সভাপতি এস.এম.রাশেদুল আলম।
গেস্ট অব অনার ছিলেন সিলেট জেলা অতিরিক্ত দায়িত্ব, সুনামগঞ্জ জেলার সহকারী বন সংরক্ষক মোঃ নাজমুল আলম।
বিশেষ অতিথি ছিলেন চসিক কাউন্সিলর আলহাজ্ব গাজী শফিউল আজিম, ১২নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হাসান জামান বাচ্চু, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য জাফর আলম, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কাজী এনামুল হক, সাবেক যুগ্ম সম্পাদক এস, এম, মোরশেদুল আলম, রাজনীতিবিদ ও সমাজসেবক নাসের আহমদ, উত্তর জেলা শ্রমিক লীগের সহ সভাপতি আবু লাইচ, এড.মোস্তাফা আনোয়ারুল ইসলাম, ১নং দক্ষিণ পাহাড়তলী চসিক ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস.এম.দিদারুল আলম, সাংগাঠনিক সম্পাদক জিয়া আমানত মোরশেদ হায়াত নয়ন, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সদস্য সঞ্চয় ঘোষ, ফাতেয়াবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী নাছের চৌধুরী।
১ম খেলায় পশ্চিম কবিরা খেলায়াড় সমিতি লিজম ওয়ারিয়রসকে ৬৮ রানে পরাজিত জয় লাভ করে।