বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

মাটিরাঙ্গায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

প্রকাশিত: শুক্রবার, সেপ্টেম্বর ১৬, ২০২২

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি::

মাটিরাঙ্গায় নব্বই পিচ ইয়াবাসহ জহিরুল ইসলাম (৩৬) ও পঞ্চাশ গ্রাম গাঁজা সহ সোলেমান হোসেন (২২) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত তিন ঘটিকার সময় মাটিরাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী’র নির্দেশে এসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন ও এএসআই কামরুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাইন্দং ইউনিয়নের নোয়াপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

জহির উপজেলার তাইন্দং ইউনিয়নের ৬নং ওয়ার্ড নোয়াপাড়া এলাকার আবদুল খালেকে ছেলে ও সোলেমান তবলছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড তুলাতুলি উত্তর বড়বিল এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে তাইন্দং ইউনিয়নের নোয়াপাড়া এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে নব্বই পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা সহ দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

সর্বশেষ