বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩
প্রকাশিত: শনিবার, মার্চ ২৫, ২০২৩
মোঃ ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
সরকার ঘোষিত মাহে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে বাজার মনিটরিং করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে এগারোটার দিকে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন গলিতে এই কর্মকাণ্ড করা হয়। বাজার মনিটরিং এবং বিক্রেতাদের পণ্যদ্রব্যের দাম বেড়ে না যায় এবং ভেজাল পণ্য না দেয়া হয় এই ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান ফাতেমা ও মাটিরাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া।
মনিটরিংকালে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মো: ইব্রাহিম, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান ফাতেমা ও ওসি জাকারিয়া বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য-দ্রব্যাদি বিক্রিতে অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বাড়তি দাম না নেয়ার বিষয়ে এবং ভেজাল পণ্য বিক্রিতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এইসব নির্দেশনা যদি কেউ অমান্য করে তাহলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।