শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, মে ১১, ২০২১
প্রেস বিজ্ঞপ্তি:
মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে দরবারে গাউসুল আযম গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন মানবতার উজ্জ্বল নক্ষত্র মওলা হুজুর আলহাজ্ব হযরত সৈয়দ মোহাম্মদ হাসান (মঃজিঃআ) মাইজভাণ্ডারী কেবলা কাবা নির্দেশনানুসারে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ এর প্রক্কালে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) পুলিশ শামছু উদ্দিন। প্রধান বক্তা ছিলেন হযরত জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ফটিকছড়ি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল জয়নাল আবেদীন জুলু।
সংগঠনের সভাপতি তরুণ কুমার আচার্যের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লায়ন বরুণ কুমার আচার্য (বলাই), অর্চনা রাণী অাচার্য, সোনারাম আচার্য, শিপ্রা বসু মল্লিক, সুজন শীল, সজীব আচার্য, শিবু ভট্টাচার্য, সুমি চৌধুরী, মানিক বড়ুয়া।
অনুষ্ঠান পরিচালনায় করেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল শীল।
অনুষ্ঠান শেষে ৫০ জনকে লুঙ্গী, শাড়ী, শার্ট, সেমাই, চিনি, খেজুর, নুডুলস্, বাদাম, নারিকেল প্রদান করা হয়।