বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষে থেকে হেলাল আকবর বাবরের ইফতার বিতরণ

প্রকাশিত: শুক্রবার, এপ্রিল ২৩, ২০২১



সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যােগে কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের সার্বিক ব্যবস্থাপনায় পশ্চিম বাকলিয়া, দেওয়ানবাজার, এনায়েত বাজার, জামালখান, কাজির দেউরি, টাইগারপাস সহ বিভিন্ন স্থানে ৬ হাজার দরিদ্র, অসহায় ও দুস্থ বিভিন্ন শ্রেণি পেশার রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, চকবাজরার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দীন চৌধুরী, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আলহাজ্ব ইউনুস কোম্পানি, চসিক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু, সংরক্ষিত কাউন্সিলর শাহীন আক্তার রোজী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য নেতা গাজী জাফর উল্লাহ, রিটু দাশ বাবলু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মো: ওমর ফারুক, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, এম কুতুব উদ্দিন চৌধুরী , নাছির উদ্দীন ফাহিম, সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদুল ইসলাম রিন্টু, সাবেক নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক যুবনেতা নুরুল আজিম রনি, মোহাম্মদ জাহেদ, হোসাইন আহম্মেদ রুবেল, মনির হোসেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, কমার্স কলেজ ছাত্রলীগ নেতা সাঈদ হাসান তুষার, চকবাজার থানা ছাত্রলীগ নেতা তানভীর মেহেদী মাসুদ, মোহাম্মদ ফারহান, ওয়াহিদুর রহমান সুজন, জয়সেন গুপ্ত,আরফাত হোসেন, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ, মায়মুন উদ্দীন মামুন, রুপম সরকার কোতোয়ালি থানা ছাত্রলীগ নেতা জুবাইদুল আলম আশিক, শাহরিয়ার নিলয়, শুভ দও, মোহাম্মদ রুবেল, আবদুল্লাহ আল সাইমুন, জাহিদ হাসান সাইমুন,bএম ইউ সোহেল, অর্নব দেব, ওয়াহিদুর রহমান সুজন, আব্দুল মালেক রুমি, মোহাম্মদ নাজিম, ইয়াছির আরাফাত রিকু, রতন উদ্দীন,bরাকিব উদ্দীন, গোবিন্দ দও, নুর উদ্দিন ফয়সাল, ফারহান উদ্দিন খান, নুর আলম, আবু তোরাব, বিশাল হাজারী, তবারক হোসেন মিনার প্রমুখ।

এ সময় কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন ছিলেন চট্টলার আপামর জনতার নেতা। সংকট,দূর্যোগ ও মহামারিতে মহিউদ্দিন চৌধুরী সবসময় মানুষের পাশে থেকে সেবা করে গেছেন।তারই রেখে যাওয়া দর্শন আমরা তারই সুযোগ্য পুত্র শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি’র হাত ধরে এগিয়ে নিতে চায়।করোনা সংকট মোকাবিলায় আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ আমরা নগরীর বিভিন্ন এলাকায় ৬ হাজার প্যাকেট ইফতার বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম রমজান মাসব্যাপী অব্যাহত থাকবে।

সর্বশেষ

সর্বশেষ