বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, সেপ্টেম্বর ১২, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক :
মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে আক্রান্তদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। শুধু রাষ্ট্রীয়ভাবেই নয়, ব্যক্তি পর্যায়েও অনেককেই সহায়তা নিয়ে ছুটতে দেখা যাচ্ছে আফ্রিকার পশ্চিমাঞ্চলের দেশটিতে।
যেমন একজন ব্রিটিশ ডাক্তার লন্ডন থেকে প্রায় ১৮০০ মাইল পথ অ্যাম্বুলেন্স চালিয়ে মরক্কোর মারাকেশে গিয়েছেন। ডেইলি মেইলের এক প্রতিবেদন মতে, মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পের খবর শোনার পরদিনই উদ্ধার অভিযানে অংশ নিতে ও আহতদের সেবা করতে নিজের অ্যাম্বুলেন্স বোঝাই ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে বেরিয়ে পড়েন ওই ডাক্তার।
এরপর তার সঙ্গে যোগ দিয়েছেন আরও চারজন। তারা অবশ্য বিমানে করে মরক্কো গিয়েছেন। তবে প্রতিবেদনে ওই ডাক্তারের বিস্তারিত নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। এদিকে একটি ব্রিটিশ দাতব্য সংস্থাও মরক্কোর দুর্যোগে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছে।
গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে মরক্কোয় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২ হাজার পাঁচশ’ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও দুই হাজার মানুষ।
তাদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তারা। জাতিসংঘ বলছে, ভূমিকম্পে কমপক্ষে ৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই ঘরবাড়ি হারিয়েছে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মারাকেশের পাহাড়ি অঞ্চল
ভূমিকম্পে দেশটির কয়েকটি পাহাড়ি এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিশ্চিহ্ন হয়ে গেছে গ্রামের পর গ্রাম। বিগত একশ বছরেও এমন ভয়াবহ ভূমিকম্প দেখেনি দেশটির বাসিন্দারা। এদিকে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দেশটিকে সহায়তার ঘোষণা দিয়েছে বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক।
স্মরণকালের এই দুর্যোগে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ। শোকের অংশ হিসেবে সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এদিকে উদ্ধারকাজে সেনাবাহিনী নামানো হয়েছে। তাতে যোগ দিয়েছে বিদেশি কিছু উদ্ধারকারী দল। ধসে পড়া ভবনগুলোর নিচে এখনও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।