শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: বুধবার, মে ১৯, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম :
অবিলম্বে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি,মিথ্যা মামলা প্রত্যাহার,হামলাকারী স্বাস্থ্যমন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তার ও শাস্তি,অফিসিয়াল সিক্রেটস এক্ট ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বুধবার নগরীর চেরাগী পাহাড় চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম জোটের জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সাধারণ সম্পাদক কমরেড অশোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমি, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদ,সিপিবি জেলা নেতা শিহাবউদ্সাদিন সাইফু,বাসদ জেলা কমিটির সদস্য হেলাল উদ্দিন কবির, সিপিবি নেতা রাহাতউল্লাহ জাহিদ।
নেতৃবৃন্দ বলেন,”সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন,গ্রেপ্তার ও কারাগারে প্রেরণের মাধ্যমে সরকার সংবাদপত্র,লেখা ও মত প্রকাশের স্বাধীনতার পায়ে আরো শক্ত করে শেকল বাঁধা ও ভয়ের শাসন জোরদার করতে চায়।এজন্য ডিজিটাল নিরাপত্তা আইন করেই ক্ষান্ত হয়নি, বৃটিশদের করা অফিসিয়াল সিক্রেটস এক্ট এর মতো কালো আইনকে গর্ত থেকে তুলে আনতেও দ্বিধা করছেনা। ভয়ের শাসন পোক্ত করার এ ফ্যাসিবাদী নিপীড়ন-দুঃশাসনের বিরুদ্ধে আজ সকল গণতন্ত্রমনা মানুষকে বুক চিতিয়ে প্রতিবাদে সামিল হতে হবে।”
নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি,হামলাকারী স্বাস্থ্যমন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তার ও শাস্তি,ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের পদত্যাগ দাবি করেন।
নেতৃবৃন্দ অফিসিয়াল সিক্রেটস এক্ট,ডিজিটাল নিরাপত্তা আইনসহ নিবর্তনমূলক সকল কালো আইন বাতিল করার জোর দাবি জানান।